আবদুল্লাহপুর থেকে শুরু হওয়া এ পদযাত্রা যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে বিকাল ৪টায়।
Published : 19 Jul 2023, 04:02 PM
সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ঢাকার উত্তরা আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা চলছে বিএনপির; এর পেছনে পেছনে যেন হাঁটছে যানবাহনের লম্বা বহর।
বুধবার সকালে কর্মসূচির শুরুতে উত্তরা এলাকায় দুপুর পর্যন্ত যানজট ছিল। টঙ্গী থেকে বিমানবন্দর সড়ক হয়ে ঢাকামুখী সড়কটি কয়েকঘণ্টা পুরোপুরি ছিল পদযাত্রার দখলে।
আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হওয়া এ পদযাত্রা বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে বিকাল ৪টায়।
উত্তরা থেকে কুড়িল বিশ্বরোড হয়ে বেলা আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা ঢোকে প্রগতি সরণিতে। সেসময় কুড়িল থেকে নর্দ্দা, বসুন্ধরা হয়ে বাড্ডা সড়ক (প্রগতি সরণি) যানজটে পুরোপুরি থমকে যায়।
ফেইসবুকে ট্রাফিক সংক্রান্ত গ্রুপ ‘ট্রাফিক এলার্টে’ অনেকে পদযাত্রার ছবি পোস্ট করে প্রগতি সরণি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।
উত্তরা থেকে গুলিস্তান চলাচলকারী এয়ারপোর্ট পরিবহন বাসের চালক ইমরান হোসেন বলেন, “যানজটের কারণে সকাল থেকে পুলিশ কামারপাড়া, বেঁড়িবাঁধ হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দেয়। তবে যানজট হতে পারে এই শঙ্কায় অনেকেই সকালের ট্রিপ নিয়ে ফেরত এসে গাড়ি বন্ধ করে রাখে।”
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তরা) বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বেলা আড়াইটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন (বিমানবন্দর সড়কের) দুইপাশের লেনই পুরোপুরি খোলা। তবে পদযাত্রা শুরু হওয়ার পর কিছু সময়ের জন্য কনজেশন (যানজট) হয়েছিল। আমরা বিভিন্ন দিকে যানবাহনগুলোকে ঘুরিয়ে দিয়েছি।
“টেইল (যানজটের সারি) চলে গিয়েছিল গাজীপুর পর্যন্ত। তবে রাস্তা একেবারেই আটকে ছিল না। পদযাত্রা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়।”
কর্মসূচির শুরুতে পদযাত্রায় যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা সকাল ১০টা থেকেই আবদুল্লাহপুরে জড়ো হতে থাকেন। সেখানে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।
মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে এ পদযাত্রা উত্তরা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যাবে। এরপর মহানগর দক্ষিণের নেতৃত্বে সেখান থেকে পদযাত্রা যাবে যাত্রাবাড়ী পর্যন্ত।
গত ১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনের সমাবেশ থেকে সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনের যে ঘোষণা দেন তার প্রথম কর্মসূচি হিসেবে মঙ্গলবার সারাদেশে মহানগর ও জেলায় এই পদযাত্রা কর্মসূচি হয়।
রাজধানীতে প্রথমদিন গাবতলী থেকে পুরনো ঢাকার রায়সাহেব বাজার পর্যন্ত পদযাত্রা হয়। আর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আওয়ামী লীগ ধানমণ্ডি পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা করে।
এর ফলে ঢাকার দুই অংশের প্রধান প্রধান সড়ক যানজটে থাকে দিনভর; এর প্রভাব পড়ে নগরীর অন্য সড়কগুলোতেও।
বুধবারও বিএনপির পাশাপাশি শোভাযাত্রার কর্মসূচি নিয়ে মাঠে আছে আওয়ামী লীগ। বিকাল ৪টায় সাত রাস্তা মোড় থেকে তাদের শোভাযাত্রা মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে।
ফলে বিএনপির কর্মসূচির পেছনে পেছনে যে যানজট উত্তরা থেকে দিনে শহরে ঢুকেছে, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সন্ধ্যায় তা আরও জটিল আকার ধারণ করতে পারে।
আরও পড়ুন-