গত সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে তিনি স্বাক্ষর করবেন না।
Published : 11 Feb 2024, 09:52 AM
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে সই না করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান।
এমরান আহম্মদ ভূঁইয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “তাকে বরখাস্ত করা হয়েছে।”
গত সোমবার এমরান আহম্মদ ভূঁইয়া সুপ্রিম কোর্টে সাংবাদিকদের বলেছিলেন, মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে তিনি স্বাক্ষর করবেন না। ইউনূসকে ‘বিচারিক হয়রানি’ করা হচ্ছে বলেও তার ধারণা।
এরপর মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে এমরান আহম্মদ ভূঁইয়া ‘শৃঙ্খলা ভঙ্গ’ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমরান আহম্মদ ভূঁইয়া ‘কাউকে খুশি করতে’ ওই বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
ওই দিন সাংবাদিকদের প্রশ্নে এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, “ড. ইউনূসের পক্ষে নোবেল বিজয়ী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ ১৬০ জনের বেশি সম্মানীয় ব্যক্তি বিবৃতি দিয়েছেন যে, উনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে।
সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি পাল্টা বিবৃতি দেওয়ার কথা রয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য নোটিস দেওয়া হয়েছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে স্বাক্ষর করব না।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)