গাজীপুরে ভোটের কারণে ২৫ মের দাখিল পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় মোখার জন্য স্থগিত হওয়া ১৪ মের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার নতুন তারিখ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 03:03 PM
Updated : 18 May 2023, 03:03 PM

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৫ মের দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় মোখার জন্য স্থগিত হওয়া ১৪ মের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার নতুন তারিখ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। আর ঘূর্ণিঝড় মোখার জন্য স্থগিত হওয়া ১৪ মের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে।

পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থাকায় সেদিন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। শুধু গাজীপুর বন্ধ করলে তো আর হবে না। তাই সারাদেশে সেদিনের পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ দেওয়া হয়েছে।”

এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা আগামী ২৭ মে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেছেন, ‘খুব দ্রুতই’ বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়াহবে।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মের এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। সে দুটি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।