চট্টগ্রামের পাহাড়তলীর পুরনো ইউরোপিয়ান ক্লাবকে ‘বীরকন্যা প্রীতিলতা স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে পালিত হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের এই নেতার ৯১তম আত্মাহুতি দিবস।
Published : 17 Jan 2024, 01:00 AM
চট্টগ্রামের পাহাড়তলীর পুরনো ইউরোপিয়ান ক্লাবকে ‘বীরকন্যা প্রীতিলতা স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে পালিত হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের এই নেতার ৯১তম আত্মাহুতি দিবস। রোববার দিবসের কর্মসূচি হিসেবে সেখানে স্থাপিত প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই দাবি জানান হয়। সেখানে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত পথসভায় পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক বলেন, “বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ আমাদের আগামী প্রজম্মকে জানানো খুবই প্রয়োজন। ব্রিটিশদের অত্যাচার থেকে ভবিষ্যৎ প্রজম্মকে রক্ষা করার জন্য প্রীতিলতা নিজের জীবন উৎসর্গ করে শিখিয়ে গেছেন মাতৃভূমিকে কীভাবে ভালোবাসতে হয়।”
সভায় বিজয় শংকর চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বীর মুক্তিযোদ্ধা ও বিপ্লবীদের আদর্শ, আত্মত্যাগ নতুন প্রজম্মের কাছে অবশ্যই তুলে ধরতে হবে। পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবকে বাস্তবে জাদুঘরে রূপান্তর ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের সরকারের কাছে জোর দাবি জানাই।”
এদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা পাহাড়তলীর প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনে অগ্নিকন্যা প্রীতিলতার ভূমিকা অনস্বীকার্য। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৯৩২ সালের আজকের দিনে প্রীতিলতা ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশদের হাতে ধৃত হলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। তাই আমাদের দীর্ঘদিনের দাবি ছিল স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর নির্মাণ করা হোক।”
নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, “সেই দাবি কাগজে কলমে অনুমোদন হলেও বাস্তবায়ন হয়নি। তাই আজকের দিনে আমাদের দাবী অচিরেই ইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে কার্যকর করা হোক।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)