ইইউ প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও কথা বলতে চায় বলে মন্ত্রণালয়কে জানিয়েছে।
Published : 10 Jul 2023, 05:28 PM
জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের পার্বত্য অঞ্চল ছয় সপ্তাহের জন্য পর্যবেক্ষণে রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানায় ঢাকা সফররত ইইউ’র ছয় সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন দেখবে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছেন, এ বিষয়ে তারা সব রকমের প্রশাসনিক সহায়তা দেবেন।
জ্যেষ্ঠ নির্বাচন পর্যবেক্ষক রিকার্ডো চেলেরির নেতৃত্বে ইইউর এ প্রতিনিধি দল দুই ভাগে ঢাকায় আসার পর রোববার থেকে আনুষ্ঠানিক সফর শুরু করে। নির্বাচন কমিশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে এ প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে।
সোমবার ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তারা আমাদের আমন্ত্রণে এসেছে, আমাদের কাছে সহায়তা চাচ্ছে। আমরা বলেছি সকল রকম সহায়তা দেব।
“তারা নির্বাচনের আগে ছয় সপ্তাহ পার্বত্য চট্টগ্রাম এলাকা অবজারভেশনে রাখতে চায়। তারা নির্বাচনকালীন সময়ে আসবে। আমরা বলেছি, সেটি নির্বাচন কমিশন দেখবে।”
এই তিন পার্বত্য জেলায় ‘নিরাপত্তার বিষয়’ আছে জানিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে, “এখন আগের চেয়ে (পরিবেশ) অনেক অনেক ভালো। আমরা তাদের ওখানকার প্রশাসনিক বিষয়ে ব্রিফ করেছি।”
অতিরিক্ত সচিব আমিনুল বলেন, তারা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যাওয়ার বিষয়ে বলেছে। এই বিষয়টি দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরাও দেখি। এই তিন জেলা ভিজিট করার বিষয়ে আমাদের দিক থেকে সকল রকম সাপোর্ট দেব।
প্রতিনিধি দলকে জানানো হয়েছে, নির্বাচনের সঙ্গে এ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই। প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী মন্ত্রণালয় হিসেবে তাদেরকে সেখানে থাকা, পরিদর্শন ও চলাচলের ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ইইউ প্রতিনিধি দল পার্বত্য অঞ্চলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলার বিষয়ে জানতে চেয়েছেন। আমরা বলেছি, এটা যেহেতু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত এটি নির্বাচন কমিশন বলবে। এটার সাথে আমরা সম্পৃক্ত না।
“তারা ২০০৮ সালে (বাংলাদেশের পার্বত্য অঞ্চল) ভিজিট করেছেন। এবারও (ভিজিট করার) করার ইচ্ছে পোষণ করেছেন, তবে কবে করবেন সেটি জানাননি।
“আমরা তাদের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি, সেখানে স্থানীয় প্রশাসন আছে, জেলা পরিষদগুলো আছে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেনাবাহিনীও আছে। সুতরাং তারা যাতে নিরাপত্তার ইস্যুটি মাথায় রাখেন, সেটি তাদের বলেছি।”
পুলিশ সদর দপ্তরে ইইউ প্রতিনিধি দল
পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দল।
সোমবার বেলা আড়াইটা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত তাদের মধ্যে এ বৈঠক হয় বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক এই বৈঠক হয়।
বৈঠকে কী অলোচনা হয়েছে জানতে চাইলে মনজুর রহমান বলেন, “এরকম কিছু বিষয় না, তাদের সিকিউরিটি নিয়ে কথা হয়েছে। নির্বাচনে তাদের যে পর্যবেক্ষক দল আসে, তাদের নিরাপত্তার আলোচনার বিষয় ছিল।”