অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক

বৈঠকে দ্বাদশ সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 10:39 AM
Updated : 21 Nov 2023, 10:39 AM

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়। পৌনে এক ঘণ্টার বৈঠকে কমনওয়েলথের চারজন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ এবং বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে অ্যাটর্নি জেনারেল জানান।

বৈঠকের পর এএম আমিন উদ্দিন বলেন, “নির্বাচনে জুডিসিয়ারি কী কাজ করে, কী সমস্যা হয়, আইনের প্রয়োগ কীভাবে হয়, ইসির কী ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোন আইনে আসেন- এসব তথ্য জানতে চেয়েছেন; আমি তাদের বলেছি।”

এছাড়া আরও নানা বিষয় নিয়েও তারা কথা বলেছেন বলে আমিন উদ্দিন জানান।