মাস ছয়েক আগেই সোহান ও তার স্ত্রী প্রিয়ার মৃত্যু হয়।
Published : 08 Apr 2024, 12:24 AM
প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে সামিয়া রহমান বৃষ্টির ঝুলন্ত লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় দক্ষিণ যাত্রাবাড়ীর রংধনু আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি বি এম ফরমান আলী বলেন, খবর পেয়ে হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
“তখন জানা যায়, তিনি চলচ্চিত্র পরিচালক মরহুম সোহানুর রহমান সোহানের মেয়ে। তার পরিবারের লোকজন এসেছেন। বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।”
এদিন দুপুর ২টার দিকে বৃষ্টি ছোট একটি ব্যাগ নিয়ে আসেন জানিয়ে হোটেল ব্যবস্থাপক শান্ত বলেন, “আমরা তো জানতাম না তিনি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে। নিয়মানুযায়ী, পরিচয়পত্র দাখিল করে নিবন্ধন সম্পন্ন করেন। এরপর কক্ষে ঢোকার পর তিনি নামাজ পড়বেন জানিয়ে বিছানার চাদর পাল্টে দিতে বলেন।
“ইফতারি আনার জন্য ৪০০ টাকা দেন হোটেলের এক কর্মীকে, আর ইফতারির আগে ঠান্ডা পানি দিয়ে যেতে বলেন। ইফতারি এনে হোটেলের কর্মী গিয়ে দেখে, তার কক্ষটি ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা সামান্য ফাঁক করে তাকে ঝুলতে দেখা যায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।”
বৃষ্টি স্বামীর সঙ্গে উত্তরায় থাকতেন জানিয়ে ওসি ফরমান বলেন, “সম্ভবত দাম্পত্য কলহের জেরে তিনি বাসা থেকে একাই বের হয়ে এসে দুপুরে ওই হোটেলে ওঠেন।”
গত ১২ সেপ্টেম্বর চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের স্ত্রী প্রিয়া রহমান মারা যান। এর ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় সোহানেরও।
স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন পরিচালক সোহানুর রহমান সোহান
স্ত্রীকে হারানোর পরদিন সোহানুর রহমান সোহানও নিলেন চিরবিদায়
‘শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া’
চলচ্চিত্র নির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করা সোহান পরে নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।
সোহান পরিচালিত সিনেমা দিয়ে চলচ্চিত্রে পথচলা শুরু করেছিলেন সালমান শাহ, মৌসুমী, পপি, ইরিন জামান। ঢালিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।