নভেম্বরে ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে ইসির।
Published : 06 Oct 2023, 10:41 AM
জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের আভাস দিলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
নির্বাচন সংশ্লিষ্টদের যারা প্রশিক্ষণ দেবেন, শনিবার তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে এই আভাস দেন তিনি।
আনিছুর বলেছেন, “বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এটা নিয়ে বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।”
নভেম্বরে ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে ইসির।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02hTq2EoX5uMx8jvxW5oK4htzaQjD3a7wZ5mc5dSZnQKcEwmyMcbVK7Rmfc396hS9Yl ]