সায়মা দীর্ঘদিন ধরে মিরপুরে ‘বসতি হাউজিংয়ের’ একটি বাসায় কাজ করছিলেন।
Published : 19 Jan 2024, 03:08 PM
চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, তারা মা ও মেয়ে; চুরি করা টাকা দিয়ে তারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়িয়েছেন।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ৩৮ বছর বয়সী আছমা আক্তার এবং কুঁড়ি বছরের সায়মা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা সোনা, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
সায়মা দীর্ঘদিন ধরে মিরপুরে ‘বসতি হাউজিংয়ের’ একটি বাসায় কাজ করছিলেন জানিয়ে পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, গত ২৫ মে সেই বাসা থেকে তিনি সোনাসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যান। চুরি করা সোনা তিনি ঢাকা ও কিশোরগঞ্জের তিনটি দোকানে বিক্রি করেন।
সায়মার বরাতে পুলিশ বলছে, চুরির কিছু টাকা তিনি তার খালার বাড়ি নির্মাণে সহায়তা হিসেবে দেন। এরপর মা-মেয়ে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
শুক্রবার তাদেরকে ৩ দিনের পুলিশ হেফাজতের জন্য আদালতে আবেদন করলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)