আহতরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Published : 31 Oct 2023, 05:29 PM
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানীর চাঁনখারপুল এলাকায় বিএনপির মিছিল থেকে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
আহত তিন পুলিশ সদস্য হচ্ছেন- চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম (৪৩), পরিদর্শক (অপারেশন) জাকির হোসেন (৪১) এবং এসআই শুভংকর রায় (৩৮)।
আহত তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বাঁধা দেয়।
“পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিতে হয়। এ সময় তাদের হামলার তিন পুলিশ সদস্য আহত হন।”
ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
আহত পরিদর্শক জাকির হোসেন বলেন, দুপুর সোয়া দুইটার দিকে অবরোধকারীদের হামলায় তারা আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজার থানার তিন পুলিশ সদস্য বেলা আড়াইটার দিকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।