এ ভোজসভার আগে দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Published : 15 Oct 2022, 11:47 PM
ঢাকা সফররত ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ’র সম্মানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর আয়োজনে নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সুলতান ও তার সফরসঙ্গীদের সম্মানে দেওয়া ওই ভোজসভার আগে দরবার হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুলতান বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি, ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পকলা একাডেমি আয়োজিত প্রায় ২৫ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
লাল গালিচা সংবর্ধনা নিয়ে ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহ ঢাকায়
ব্রুনেই সুলতান আসছেন শনিবার, যা থাকছে আলোচনায়
ভোজসভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, জ্যেষ্ঠ মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনীতিবিদ এবং উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।
ব্রুনাইয়ের সুলতান বলকিয়াহ প্রথমবারের মত তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় আসেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে শ্রদ্ধা জানান সুলতান।
সুলতানের সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।