সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৩

সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ সাতজন এখন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 05:56 AM
Updated : 11 March 2023, 05:56 AM

হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের মৃত্যু হওয়ায় পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মির্জা আজম (৩৪) শনিবার সকালে মারা যান।

ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আজমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ঢাকায় মগবাজারের মধুবাগ এলাকায় থাকতেন। ভবনটির বাংলাদেশ সেনেটারির কর্মচারী ছিলেন তিনি।

সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ সাতজন এখন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এদের দুজন আইইসিইউতে, পাঁচজন পোস্ট অপারেটিভ ইউনিটে।

গত মঙ্গলবার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন নামে পরিচিত ওই ভবনে বিস্ফোরণের পর মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। পরদিন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দুটি লাশ। তার পরের দিন আরও একটি লাশ মেলে ধ্বংসস্তূপে।

এদিকে দগ্ধদের মধ্যে বুধবার রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান একজন। আহতদের মধ্যে ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Also Read: চুড়িহাট্টা থেকে সিদ্দিক বাজার: ঝুঁকি জেনেও উদাসীন সবাই

Also Read: সিদ্দিক বাজারের ভবনটির এখন কী হবে?

Also Read: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সিদ্দিক বাজারের বিস্ফোরণ