এই ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ এপ্রিল পর্যন্ত।
Published : 13 Mar 2024, 04:36 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, এই ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ এপ্রিল পর্যন্ত।
এবার বিভাগ অনুযায়ী তিন ধাপে সহকারী শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এর মধ্যে দ্বিতীয় ধাপে গত ২ ফেব্রুয়ারি খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের ২০ হাজার ৬৪৭ জনকে উত্তীর্ণ করে ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এর আগে গত জানুয়ারিতে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা হয়েছে। আর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৯ মার্চ।