গ্রেপ্তার হওয়ার পরদিন গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের মামলায় তিনি জামিন পান।
Published : 07 Aug 2023, 07:42 PM
পুলিশের উপর হামলার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন।
ইয়ামিনের পক্ষে শুনানিতে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকীসহ কয়েকজন আইনজীবী।
গত ১ অগাস্ট গভীররাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়ে ইয়ামিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গত ২১ জুলাই গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুরের ঘটনার কয়েক ঘণ্টা পর পল্টন থানায় মামলা করেন ভবন মালিক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান। সেই মামলায় ২ অগাস্ট জামিন পান ইয়ামিন।
তবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের সময় বিক্ষোভের ঘটনায় মতিঝিল থানার মামলায় বিন ইয়ামিনকে গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির এসআই খান মনিরুজ্জামান।
সেই আবেদনের শুনানি শেষে সোমবার রিমান্ডের আদেশ দিল আদালত।