মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এ ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি।
Published : 29 Jun 2023, 07:32 PM
কোরবানির ঈদ উপলক্ষে দেশের সব বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর অন্যান্য বিশেষ দিবসের মতন মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য শুভ কামনা জানিয়ে ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এসব সামগ্রী নিয়ে যান বলে বাসস জানিয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আবাসিক-কাম-বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ পুনর্বাসনের জন্য সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।