গত ৫ নভেম্বরের উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহ আলম ও লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক নির্বাচিত হন।
Published : 15 Nov 2023, 05:35 PM
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক।
বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম এবং লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত মোহাম্মদ গোলাম ফারুককে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, উবায়দুল মোকতাদির চৌধুরী, নূর উদ্দিন চৌধুরী নয়ন, সৈয়দা জাকিয়া নূর লিপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ৫ নভেম্বরের উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহ আলম ও লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদ গোলাম ফারুক নির্বাচিত হন।
দুই উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ
তবে ভোটের দিন দুই আসনের তিনটি কেন্দ্রে অনিয়ম ধরা পড়ায় গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্ত করতে নির্দেশ দেয় ইসি।
এর পরিপ্রেক্ষিতে সোমবার সংশ্লিষ্ট তিন কেন্দ্রের ভোট বাতিল করার পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয় কমিশন। একই সঙ্গে সংশোধিত ফলাফল বিবরণীর পাওয়ার পর মঙ্গলবার ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।