সারা দেশে মালখানা ব্যবস্থাপনায় সরকারের ‘অবহেলাকে’ অবৈধ ঘোষণা চেয়ে ২০২২ সালে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী।
Published : 18 Jan 2024, 12:22 PM
দেশে থানা ও আদালতের মালখানায় থাকা মামলার আলামতের সর্বশেষ তথ্য দুই মাসের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
রিটকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পুলিশ মহাপরিদর্শককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
সুপ্রিম কোর্টের পাঁচ জন আইনজীবী মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান ও ইমরুল কায়েস এই রিট আবেদনটি করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক এবং ঢাকার পুলিশ কমিশনারকে সেখানে বিবাদী করা হয়।
অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, দেশে মালখানা ব্যবস্থাপনায় সরকারের ‘অবহেলাকে’ অবৈধ ঘোষণার আর্জি জানিয়ে ২০২২ সালে একটি রিট আবেদন করেন পাঁচ আইনজীবী।
“দেশের বিভিন্ন মালখানায় কোটি কোটি টাকার গাড়ি ও অন্যান্য জিনিসপত্র – বিভিন্ন সময় যেগুলো আটক করা হয় – অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের সংবাদ ও ঢাকার ১০টি থানার মালখানার ছবি রিট আবেদনের সঙ্গে দাখিল করা হয়।”
আবেদনে মালখানা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আদেশ চাওয়া হয় জানিয়ে শিশির মনির বলেন, “ওই সময় হাই কোর্টের অপর একটি বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে মামলার অবস্থা জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিবেদন দাখিল করা হয়নি। আজ (বৃহস্পতিবার) এই বেঞ্চ দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে বলা হয়েছে।”
পুরনো খবর