Published : 13 Aug 2024, 01:10 PM
অন্তর্বর্তীকালীন সরকার আপাতত ব্যবসা-বাণিজ্য এবং জীবন-জীবিকা সম্পর্কিত প্রকল্প চালু রাখতে চাইছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগাপ্রকল্পের অর্থছাড় বড় হয়, তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, “প্রকল্প বাস্তবতা ও বরাদ্দ কী হবে- এটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থ অপচয় বন্ধ করতে হবে। বাইরের টাকা ইচ্ছে মতো খরচ নয়। স্বচ্ছতা জবাবদিহিতা ছাড়া কিছু চলবে না।”
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, "এটা নিয়ে চিন্তা করার কারণ আছে। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না।
"আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যপার। বন্যা হয়, পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে- এটা দূর করতে হবে।"
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথাব্যাথা আছে; সাপ্লাই চেইন নেই। ৬ টাকার বেগুন ঢাকায় ৮০ টাকা কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করব। কিছু বন্ধু-বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে, তাদের বলব- দাঁড়িয়ে থাকবেন না।"
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় কারফিউ জারি করা হলে খাদ্যপণ্য ও কাঁচামালের সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে মালমাল নষ্টের প্রভাবও পড়ে বাজারে।
এর ধাক্কায় অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশে হয়েছে। গত অর্থবছরের শেষ মাস জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।