উন্নয়ন প্রকল্পগুলো যাচাই-বাছাই ও ছাঁটাই করায় খরচ অনেক কমে গেছে, বলেন তিনি।
Published : 16 Feb 2025, 05:48 PM
আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব প্রকল্পের কাজ শেষ না করে ঠিকাদাররা চলে গেছেন সেগুলোতে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ শেষ করতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
জনপ্রতিনিধি না থাকায় স্থানীয়ভাবে দরকারি প্রকল্প পাঠাতেও ডিসিদের বলা হয়েছে বলে তুলে ধরেন তিনি।
রোববার বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা এ নির্দেশনা দেওয়ার কথা বলেছেন।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “এই সেশনে আমরা পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়াদি নিয়ে ডিসি মহোদয়দের সাথে কথা বলেছি। তাদের থেকে সমস্যাগুলো শুনেছি, আমরাও কিছু দিক নির্দেশনা দিয়েছি।
“পরিকল্পনার দিক থেকে এখন স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলো চলছে, এগুলোতে অনেক অসুবিধা চলছে, তার কারণ হল- অনেকগুলো প্রকল্পে যে ঠিকাদার ছিল, সে ঠিকাদার টাকা নিয়ে এখন আর পাওয়া যাচ্ছে না। অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।”
তিনি বলেন, “আগে যেমন স্থানীয় জনপ্রতিনিধি ছিল, তাদের কাছ থেকে স্থানীয়ভাবে অনেক প্রকল্পের চাহিদা ছিল। আমরা ডিসিদের বলেছি, তারা যেন স্থানীয়ভাবে যেগুলো দরকার যেমন- রাস্তাঘাট নির্মাণ, অনেক জায়গায় রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, স্কুলঘর আছে কিন্তু স্কুল ঘরগুলোর ভগ্ন দশা। যেন উনারা নিজেদের উদ্যোগে কী করতে হবে কী ধরণের প্রকল্প নিতে হবে, যেন উনারা নিজেরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান বা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠান সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, যে প্রকল্পগুলো ঠিকাদাররা অর্ধসমাপ্ত করে চলে গেছেন, তাদের পাওয়া যাচ্ছে না সেখানে কী করে করা যায়? নতুন ঠিকাদার নিয়োগ করে এই প্রকল্পগুলো শুরু করে আবার শেষ করা যায়। স্থানীয়ভাবে জনহিতকর বিভিন্ন প্রকল্পের কাজ যেন বিঘ্নিত না হয়।
উন্নয়ন প্রকল্পগুলো যাচাই-বাছাই করায় খরচ অনেক কমেছে তুলে ধরে উপদেষ্টা বলেন, “তাদের (ডিসি) আমরা বলেছি আমরা অনেকগুলো উন্নয়ন প্রকল্প যাচাই বাছাই ও ছাঁটাই করতে গিয়ে আমাদের উন্নয়ন ব্যয় অনেক কমে গেছে। এখন চাই যে ভালো কিছু প্রকল্প, যেগুলো আমরা হাতে নিয়েছি, জানুয়ারি মাস থেকে স্থানীয় পর্যায়ে অনেকগুলো কাজ শুরু হয়েছে। এগুলোকে যেন তারা দেখভাল করেন।”