গত শুক্র ও শনিবার সুগন্ধা বিচ থেকে কক্সবাজার পৌরসভা পর্যন্ত র্যালি, সেমিনার, ফল উৎসব এবং বৃক্ষরোপণ করেছে সংগঠনটি।
Published : 08 Jul 2024, 08:57 PM
মেহগনি, অ্যাকাশিয়া, ইউক্যালিপ্টাস, রেইনট্রির মত বিদেশি গাছ রোপণের বদলে সারাদেশে ফল গাছ রোপণ ও সচেতনতায় কাজ করা সংগঠন ‘ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন’ কক্সবাজারে কর্মসূচি পালনের মধ্য দিয়ে ৬৪ জেলায় পদার্পণ করেছে।
‘ফলদ বাংলাদেশ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত শুক্র ও শনিবার সুগন্ধা বিচ থেকে কক্সবাজার পৌরসভা পর্যন্ত র্যালি, সেমিনার, ফল উৎসব এবং বৃক্ষরোপণ করেছে সংগঠনটি।
এর আগে এক যুগে দেশের ৬৩টি জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩ লাখের বেশি ফল গাছ রোপণ করেছে ‘ফলদ বাংলাদেশ’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিজস্ব অর্থায়ন ও সদস্যদের স্বেচ্ছাশ্রমের বিনিময়ে পরিচালিত এ সংগঠনটি মূলত মেহগনি, ইউক্যালিপ্টাস, রেইনট্রি, অ্যাকাশিয়ার মত ক্ষতিকর গাছের বদলে মানুষকে ফল গাছ রোপণে উৎসাহিত করে আসছে। সেই সঙ্গে প্রতি বর্ষায় গ্রামেগঞ্জে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ফলের চারা রোপণ করাই সংগঠনটির অন্যতম কাজ।”