গুলিস্তানে অটোরিকশার ধাক্কায় আহত নারীর মৃত্যু

গত ১৮ ফেব্রুয়ারি গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন অনীতা বিশ্বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 09:44 AM
Updated : 24 Feb 2023, 09:44 AM

ঢাকায় গুলিস্তানে গত সপ্তাহে অটোরিকশার ধাক্কায় আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে অনিতা বিশ্বাস নামের ৫৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অনিতা বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৮ ফেব্রুয়ারি গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের কাছে তার মা একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন।

অনিতা বিশ্বাসকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অনিতা বিশ্বাসের মৃত্যুর খবর পল্টন থানা পুলিশকে জানান হয়েছে।

পুলিশ ওই অটোরিকশা চালককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে বলে জানান বাচ্চু মিয়া।