হরতালের দুপুরে মিরপুরে দোতলা বাসে আগুন

সোমবার দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ গোলচত্বরে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 10:23 AM
Updated : 20 Nov 2023, 10:23 AM

তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান।

তিনি বলেন, "বাসের দোতলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ।"

সোমবার চট্টগ্রামের সাতকানিয়াতেও দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া সিরাজগঞ্জের কামারখন্দে একটি গম বোঝাই ট্রাকে আগুন দেওয়ার খবর এসেছে। এবং গাজীপুর মহানগরের পূবাইলে ট্রাকে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পাঁচ দফা অবরোধের পর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল চলছে। যা শুরু হয়েছে রোববার সকাল ৬টায়; শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

এই হরতাল-অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার খবর আসছে। তাতে হতাহতের ঘটনাও ঘটেছে।