মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
Published : 20 Dec 2023, 08:21 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তিন বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; যাতে নয় হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রথম পর্বে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের স্কুলগুলোর জন্য এ পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনীষা চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইল ফোনেও এসএমএস পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অ্যাকাডেমিক সনদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
গত ৮ ডিসেম্বর তিন বিভাগের ১৮ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।