তাদের নির্ধারিত কোনো অফিস নেই; মতিঝিলে পার্কে বসে তারা লাখ লাখ টাকা লেনদেন করে বলে জানান ওসি।
Published : 13 Mar 2024, 05:38 PM
মানব পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
গত মঙ্গলবার মতিঝিলের দিলকুশা মসজিদের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
গ্রেপ্তার দুইজন হলেন– বরিশালের বাকেরগঞ্জের মোতালেব খানের ছেলে উজ্জ্বল খান এবং একই এলাকার মোহাম্মাদ এমরান হোসেন শাওনের স্ত্রী রোজিনা খাতুন।
ওসি বলেন, “তারা মূলত একটি প্রতিষ্ঠানের এজেন্ট। ওই এজেন্টের হয়ে বিদেশে পাঠনোর কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে।”
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের সহযোগিতায় তাদের গ্রেপ্তারের কথা জানিয়ে ওসি বলেন, “এদের একজন দলনেতা আছেন। এনএসআইয়ের সহযোগিতা নিয়ে তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওই চক্রটি কারখানা শ্রমিক হিসাবে মোট ১৩ জনকে তুরস্কে পাঠানো কথা বলে ১৮ লাখ টাকায় চুক্তি করে। ওই ১৮ লাখ টাকার মধ্যে ১৪ লাখ টাকা তাদের দেওয়াও হয়। কিন্তু না পাঠিয়ে তারা টালবাহানা করে।
“পরে যে ভিসা দেওয়া হয়, সগুলোও ভুয়া হিসাবে প্রমাণিত হয়,” বলেন ওসি।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নির্ধারিত কোনো অফিস নেই। মতিঝিলে পার্কে বসে তারা লাখ লাখ টাকা লেনদেন করে বলে জানান ওসি।
তিন বলেন, ওই চক্রের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
নাইমুল ইসলাম নামের ভুক্তভোগী এক তরুণ পুলিশকে বলেছে, তুরস্ক নেওয়ার কথা বলে ওই চক্রটি তাদের কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে জাল ভিসা দেয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ ও এনএসআই অভিযানে নামে।