রাজনৈতিকভাবে হয়রানিমূলক ৭ হাজার ১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
Published : 13 Apr 2025, 03:38 PM
মডেল মেঘনা আলমকে রাতে যে প্রক্রিয়ায় বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক ছিল না বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা স্বীকার করছি গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি। গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি- মানে উনার বিরুদ্ধে কোনো অপরাধের আলামত বা অভিযোগ নেই, সেটি নয়।
“সেটির ব্যাপারে করণীয় কী আছে, সে বিষয়ে অচিরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”
গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেইসবুক এসে অভিযোগ করেছিলেন, পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে ধরার জন্য দরজা ভাঙার চেষ্টা করছে।
আটকের পর বৃহস্পতিবার রাতে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয় আদালত।
মডেল মেঘনাকে আটকের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে শনিবার ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক ৭ হাজার ১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।
“এছাড়া শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট চূড়ান্ত করা হয়েছে। ডিএনএ টেষ্টা প্রমাণ মিলেছে, বিধায় ৯০ দিনেরও কম সময়ের মধ্যে মামলার রায় দেওয়া সম্ভব হবে। ”