বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে আয়ারল্যান্ড একটি বিশেষ দল পাঠাতে আগ্রহী, প্রধান উপদেষ্টাকে বলেন তিনি।
Published : 11 Feb 2025, 10:32 PM
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আয়ারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকার কথা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন দেশটির রাষ্ট্রদূত কেভিন কেলি।
সোমবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অনিবাসী রাষ্ট্রদূত কেলি।
প্রধান উপদেষ্টার সঙ্গে নয়াদিল্লিতে থাকা এ রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সম্পূর্ণ সমর্থনের কথাও বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে আয়ারল্যান্ড একটি বিশেষ দল পাঠাতে আগ্রহী।
একই সঙ্গে আয়ারল্যান্ড দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এবং দেশটির শীর্ষ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহী।
প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, শতাব্দীপ্রাচীন সংঘাতের অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা গুড ফ্রাইডে চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।