প্রশাসনের ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, “যেসব স্ক্রিনশট ও অডিওর বরাত দেওয়া হচ্ছে, সেগুলো কৃত্রিমভাবে প্রস্তুত করা সম্ভব।”
Published : 04 Oct 2024, 09:53 PM
ডিসি বদলিতে বিপুল লেনদেনের অভিযোগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে প্রশাসনের ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘জনমনে বিভ্রান্তি ছড়াতে’ এসব অপকৌশল করা হচ্ছে।
সংগঠনটি মনে করছে, ডিসি নিয়োগে লেনদেনের অভিযোগ তোলা সংবাদ প্রতিবেদনগুলোতে যেসব স্ক্রিনশট ও অডিওর বরাত দেওয়া হচ্ছে, সেগুলো কৃত্রিমভাবে প্রস্তুত করা সম্ভব।
শুক্রবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দৈনিক কালবেলা পরপর দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় প্রতিবেদনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের কিছু স্ক্রিনশট প্রকাশ করে বলা হয়েছে, ওই আলাপচারিতা একজন যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের। ডিসি নিয়োগে ‘৫ থেকে ১০ কোটি টাকা’ লেনদেনের কথা হয়েছে সেখানে।
নয়াদিগন্ত পত্রিকাতেও একই প্রতিবেদন প্রকাশ হয়।
ওই অভিযোগ অস্বীকার করে জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “এই অভিযোগকে আমি মূল্যহীন মনে করি। ইটস আ ফেইক নিউজ।”
পরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত কমিটি হওয়ার কথা জানান উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি জানান, তথ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই কমিটিতে থাকবেন। তারা অন্য কাউকে নিতে পারবেন।
তবে তথ্য সার্বিকভাবে যাচাই-বাছাই না করে কিংবা ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান না করেই ‘অতি উৎসাহিত’ হয়ে ‘অতিরঞ্জিত’ সংবাদ ও তথ্য পরিবেশনের অভিযোগ এনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, “প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ক্ষুণ্ন করণসহ ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফসল তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর কার্যক্রমকে বিতর্কিত করার প্রয়াসে লিপ্ত হয়েছে মর্মে প্রতীয়মান হচ্ছে।”
দুর্নীতির সংবাদ ‘সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয়’ দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এরূপ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মোবাইলের স্ক্রিনশট বা কোনো কোনো ক্ষেত্রে অডিও রেকর্ড ব্যবহার করা হচ্ছে, যা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিমভাবেও প্রস্তুত করা সম্ভব।”
মিডিয়ার প্রতি ‘যথাযথ সম্মান রেখেই’ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সমিতি বলেছে, “স্বৈরাচার সরকারের ‘দোসররা’ এখনও সক্রিয় থেকে গোপনে নানা অপকৌশলে তথ্য বিভ্রাট ঘটিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিধায় সকলকে সতর্ক থাকতে হবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অবাস্তব ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়নি বরং সিভিল প্রশাসন ও প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।”
আরও পড়ুন
জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ডিসি নিয়োগে ঘুষ: বিন্দু বিসর্গের 'সত্যতা নাই', বললেন জনপ্রশাসন সচিব
'তিন কোটির চেকে ডিসি পদায়ন': 'সম্পূর্ণ ভুয়া' প্রতিবেদন বলল মন্ত্রণালয়