তিনি বলেন, চালুর পর থেকে পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। যেখান থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি।
Published : 25 Jun 2024, 04:38 PM
পদ্মা সেতু চালু হওয়ার দুই বছরে দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চালুর পর থেকে পদ্মা সেতু দিয়ে এ পর্যন্ত ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। যেখান থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকারও বেশি।
সেতুমন্ত্রী বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হয়েছে। অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ইতোমধ্যে ছয় কিস্তিতে ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার সপ্তম এবং অষ্টম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুদিন পর সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
কাদের বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক দিন। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের সোনালী ফসল। নিজের টাকায় এই সেতু নির্মাণ করে সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলীয় বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, “বিএনপিই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে, বরং শেখ হাসিনার দয়ায় বেগম জিয়া বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। আমরা কেন তাকে হত্যা করব? এ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।”
বর্ণিল উৎসবে দুয়ার খুললো 'গর্বের' পদ্মা সেতু
পদ্মা সেতু: স্বপ্ন থেকে বাস্তবের পথরেখা
পদ্মা সেতু করতে গিয়ে যে ‘মানসিক যন্ত্রণা’ সইতে হয়েছিল শেখ হাসিনাকে