”জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না,” বলেন তিনি।
Published : 23 Nov 2024, 07:47 PM
যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা মহানগরের পুলিশ (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
দায়িত্ব নেওয়ার একদিন পর শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কল্যাণ সভায় অংশ নিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এমন প্রতিশ্রুতি দেন।
ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার বদলের প্রেক্ষাপটে ডিএমপি কমিশনারের দায়িত্ব পাওয়া মো. মাইনুল হাসানকে তিন মাসের মধ্যেই সরিয়ে দিয়ে বুধবার নতুন পুলিশ কমিশনার নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তার জায়গায় দায়িত্বে আসেন অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার ডিএমপির সব পুলিশ সদ্যদের সঙ্গে পরিচিত হতে এবং তাদের সুবিধা-অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এ কল্যাণ সভার আয়োজন করে কমিশনারের কার্যালয়।
এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা সুনির্দিষ্ট বক্তব্য দেন এবং তাদের পরামর্শ নতুন ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার সবার বক্তব্য শুনে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধানের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশ প্রদান করেন।
সাজ্জাত আলী বলেন, “ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। এই ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। এই মহান দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
“আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।”
পুলিশকে সরকারের সবচেয়ে ‘দৃশ্যমান সংস্থা’ মন্তব্য করে তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।”
নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখার জন্য টিম ডিএমপির সব সদস্য কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “ডিএমপির সকল সদস্যকে আরো আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। সকলকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। টিমের যিনি নেতা হবেন তার সাথে ওই টিমের সকল সদস্যের একটি আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে। যেকোনো প্রয়োজনে একজন সদস্য আরেকজনের পাশে দাঁড়াবে।”
সভায়অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, যুগ্ম কমিশনার, উপ কমিশনারসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।