বাইরে বিক্ষোভকারীদের ছোঁড়া ডিম লাগে আসামিদের হেলমেটে, ভেতরে চলে হট্টগোল।
Published : 15 Aug 2024, 07:52 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুই প্রভাবশালী সালমান এফ রহমান ও আনিসুল হকের রিমান্ড আবেদন শুনানিতে আইনজীবীরা কথা বলতে না পারলেও শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতের ক্ষেত্রে এক আইনজীবী সংক্ষিপ্ত শুনানি করেছেন।
বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে টুকুদের ১০ দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার মহানগর হাকিম রশিদুল আলম।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনায় এদিন সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে আদালতে নেওয়া হয়।
আসামিদের আদালতে তোলার সময় তাদের লক্ষ্য করে বিএনপিপন্থি আইনজীবীরা ডিম ছুঁড়ে মারের, যা আসামিদের হেলমেটে লাগে।
তবে এই ডিম ছোঁড়ার পরিমাণ আগের দিনের মতো ব্যাপক ছিল না। বুধবার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেওয়া হলে তাদের দিকে ডিম ছোঁড়া হয়েছিল।
সেদিন বিরোধীদের তোপের মুখে সালমান ও আনিসুলের পক্ষে কোনো আইনজীবী কথা বলতে না পরলেও টুকু, পলক, সৈকতদের ক্ষেত্রে অল্প হলেও সেই সুযোগ মিলেছে।
এদিন আদালত প্রাঙ্গণ ও এজলাসের ভেতরে বিএনপিপন্থি আইনজীবীরা আসামিদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন। আসামিদের পক্ষে আইনজীবী আতাউর রহমান শুনানি করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা ওকালতনামা দেওয়া যাবে না বলে চিৎকার করতে থাকেন।
বিএনপিপন্থি আইনজীবীদের চাপের মুখে সংক্ষিপ্ত শুনানি করেন আতাউর রহমান। তিনি বলেন, “আমি এই তিনজনের পক্ষে ওকালতনামা জমা দিলাম। আমি তাদের জামিন চাই।”
আসামিদের কাঠগড়ার লোহার খাঁচায় ঢোকানো না হলে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের কাঠগড়ায় তোলার জন্য চিৎকার করতে থাকেন। তবে বিচারক তা আমলে নেননি।
রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এস আই মো. ইউসুফ রিমান্ড আবেদন পাঠ করে শোনান। বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল ও বিক্ষোভ প্রদর্শন শেষে মিনিট দশেক বাদে আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।
সাবেক ডেপুটি স্পিকার টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতকে বুধবার রাতে ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সরকার পতনের পরদিন ৬ অগাস্ট ‘দেশত্যাগের চেষ্টার’ সময় জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার খবর এসেছিল। তখন বিমানবন্দরের কর্মকর্তারা বলেছিলেন, পলককে ‘একটি বাহিনীর কাছে’ হস্তান্তর করা হয়েছে।
সেই ঘটনার আট দিন পর বুধবার রাতে পলককে গ্রেপ্তারের তথ্য দেয় পুলিশ। ৫ অগাস্টের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার টুকু সম্পর্কে তেমন আলোচনা ছিল না। পলকের সঙ্গে তাকেও গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আরও পড়ুন
টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে