ইনসাফ বারাকাহ হাসপাতালে বিনা মূল্যে কিডনি পরীক্ষা

পাঁচজন রোগীকে এক বছর পর্যন্ত বিনা মূল্যে কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়ার ঘোষণা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 11:10 AM
Updated : 6 March 2023, 11:10 AM

বঙ্গবন্ধুর জন্মদিন ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিনের মেডিকেল ক্যাম্প চলছে রাজধানীর বেসরকারি ইনসাফ বারাকাহ হাসপাতালে।

১ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে কিডনি পরীক্ষা করাতে পারবেন রোগীরা। এছাড়া এক হাজার টাকায় স্বাস্থ্য পরীক্ষা এবং ৩৫ হাজার টাকায় কিডনির পাথর অপসারণে অস্ত্রোপচার করানো যাবে।

সোমবার মগবাজারে হাসপাতালটিতে সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এম ফখরুল ইসলাম বলেন, “সবার জন্য সুস্থ্য কিডনি- এই প্রতিপাদ্য সামনে রেখে এ বছর কিডনি দিবস পালন করা হচ্ছে। পাশাপাশি আমরাও চিকিৎসা সেবামূলক কর্মসূচি পালন করছি, যেখানে বিনা মূল্যে কিছু সেবা দেওয়া হবে। রোগীরা কিছু সেবা পাবেন কম খরচে।”

চিকিৎসক ফখরুল জানান, ইনসাফ বারাকাহ হাসপাতালে প্রতিদিন ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনা মূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। চিকিৎসা ক্যাম্পে নিবন্ধন করা রোগীদের বিনা মূল্যে সিরাম ক্রিটিনিন, ইউরিন আর-ই পরীক্ষা ও ডেন্টাল চেকআপ করা হবে। ক্যাম্প চলার সময় পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর-ই প্যাকেজে ১০০০ টাকায় করা যাবে। এছাড়া ৩৫ হাজার টাকায় কিডনির পাথর অপারেশন করা যাবে (ওষুধ ছাড়া)। আর পাঁচজন রোগীকে এক বছর পর্যন্ত বিনা মূল্যে কিডনি ডায়ালাইসিস করা হবে।

সভায় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান।