Published : 12 Jun 2024, 10:46 AM
কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় কিছুটা ভোগান্তি নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রা।
কোরবানির ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত ২ জুন অগ্রিম টিকেট কেটেছিলেন, তারাই বুধবার ট্রেনে চেপেছেন। সকালে থেকেই ঢাকার কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়।
কিন্তু সিলেটের পারাবাত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়তে দেরি করায় প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকতে হয়েছে যাত্রীদের।
সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ছাড়ার কথা সকাল সাড়ে ৬টায়, সেই ট্রেন ছেড়েছে সকাল সাড়ে ৮টায়।
এই ট্রেনের যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোয়া ৭টায় একবার ছাড়ার সম্ভাব্য সময় দিয়েছিল, ট্রেন এসেছে আরো এক ঘণ্টা পর।”
সকাল সোয়া ৮টায় পারাবাত এক্সপ্রেস ১ নম্বর প্ল্যাটফর্মে আসে। ওই ট্রেনের একজন কর্মী বলেন, "এই ট্রেন ভোর সাড়ে ৫টায় প্ল্যাটফর্মে আসে। কিন্তু আজ প্রায় তিন ঘণ্টা দেরি। কেন দেরি হল কেউ বলতে পারে না।"
সকাল ৮টা ৩৩ মিনিটে পারাবাত এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায়।
কিশোরগঞ্জের এগারোসিন্ধুর প্রভাতী ছাড়ার সময় ৭টা ১৫ মিনিটে। সাড়ে ৮টার সময়ও যাত্রীরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।
ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানদের ট্রেনে তুলে দিতে কমলাপুর আসা বাড্ডার আরিফুল ইসলাম বলেন, "ওরা কিশোরগঞ্জ নেমে করিমগঞ্জ যাবে। সোয়া ৭টায় যাওয়ার কথা এখনো প্ল্যাটফর্মেই ট্রেন আসেনি। গরমে বাচ্চারা বিরক্ত হয়ে গেছে, বলছে বাসায় ফিরে যাবে।"
দুই ঘণ্টা ১০ মিনিট দেরি করে বেলা ৯টা ২৫ মিনিটে এগারোসিন্ধুর ট্রেন ঢাকা ছেড়ে যায়।
চট্টগ্রাম রুটের মহানগর প্রভাতী এক্সপ্রেস পৌনে ৮টায় যাওয়ার কথা, সেই ট্রেনও ১৫ মিনিট দেরি করে বেলা ৮টায় ছেড়ে যায়।
রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় বেলা ৯টা ১০ মিনিট। ট্রেনটি প্ল্যাটফর্মে আসে ৯টা ৩০ মিনিটে। আর ছেড়ে যায় ১০টা ৫ মিনিটে।
এই ট্রেনে নওগাঁর সান্তাহারে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন সাথী আক্তার।ট্রেন ধরতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে কমলাপুরে এসেছেন তিনি।
সাথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাচ্চাকে নিয়ে আমি আগেই চলে যাই, ফাঁকা পাওয়া যায়। এবার একটু দেরি হয়ে যাচ্ছে। সকালে এসএমএসে জানলাম রংপুর এক্সপ্রেস দুই ঘণ্টা লেটে আসতেছে। আমাকে স্টেশনে দিয়ে আমার স্বামী অফিসে যাবেন, এজন্য আগেই আসতে হয়েছে। বাচ্চাকে নিয়ে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হল।”
দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন ৯টা ২৫ মিনিটে ছাড়ার কথা, বেলা মাড়ে ১০টার সময়ও ট্রেনটি ছেড়ে যায়নি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে প্রতিদিন ঢাকা থেকে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১২টি ট্রেন ছেড়েছে।”
মাসুদ সারওয়ার বলেন, "সকালে পারাবাত এক্সপ্রেস এবং এগারোসিন্ধুর এক্সপ্রেস কিছুটা দেরি করেছে। বাকি ট্রেনগুলো খুব বেশি দেরি করেনি।"
বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১৭ জুন। গত কয়েকবারের মত এবারো ঈদের আগাম ট্রেনের টিকেট বিক্রি হয়েছে অনলাইনে। ঈদ উপলক্ষে এবার বিভিন্ন রুটে ২০টি বিশেষ ট্রেন রাখা হয়েছে।