“এতে ক্রেতা-বিক্রেতার নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া, ফাটা নোট সংক্রান্ত সমস্যা সমাধান হবে। ছিনতাই, মলম পার্টির খপ্পর থেকে রক্ষা পাবে ক্রেতা ও বিক্রেতারা।”
Published : 12 Jun 2024, 09:22 PM
এবারের কোরবানির ঈদে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ছয়টি পশুর হাটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা থাকছে। এসব হাটে নগদ অর্থ ছাড়াই ডিজিটাল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।
বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে ডিজিটাল লেনদেন কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসি জানিয়েছে, গাবতলী হাট, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি মাঠ, মিরপুর ইস্টার্ন হাউজিং, ভাটারা সুতিভোলা খালের পাশের খালি জায়গা এবং মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের পাশের অস্থায়ী হাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোরবানির পশুর হাটে বড় অংকের অর্থ লেনদেন হয়। ক্রেতা ও বিক্রেতার লেনদেন নিরাপদ করতে ডিএনসিসি এই উদ্যোগ নিয়েছে।
“এতে ক্রেতা-বিক্রেতার নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া, ফাটা নোট সংক্রান্ত সমস্যা সমাধান হবে। ছিনতাই, মলম পার্টির খপ্পর থেকে রক্ষা পাবে ক্রেতা ও বিক্রেতারা।”
অনুষ্ঠানে জানানো হয়, এসব হাটে ডিজিটাল বুথ স্থাপন করা হবে। ওই বুথ থেকে ক্রেতার হিসাব থেকে টাকা বিক্রেতার হিসাবে স্থানান্তর করা হবে। এছাড়া হাট বসানো এটিএম বুথ থেকে ক্রেতারা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন। এছাড়া পস (পয়েন্ট অব সেল) যন্ত্র, মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের বুথের মাধ্যমেও টাকা পরিশোধ করতে পারবেন।
এসব হাটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা দেবে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, পূবালী ব্যাংক এবং এছাড়া মাস্টারকার্ড, অ্যামেক্স, ভিসা, বিকাশ ও নগদ।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মুতাসিম বিল্লাহ, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।