সিইসির ভাষায়, দেশের নির্বাচনি সংস্কৃতি ‘এখনো ততটা সমৃদ্ধ হয়নি’।
Published : 01 Jan 2024, 12:20 PM
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, সে বিষয়ে নিশ্চিত নন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল; তবে ভোট যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে জোর দিচ্ছেন তিনি।
৭ জানুয়ারির ভোট সামনে রেখে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের আইন বিধিবিধান সংক্রান্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের নির্বাচনি সংস্কৃতি ‘এখনো ততটা সমৃদ্ধ হয়নি’।
তার ভাষায়, "ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করা হয়, পেশীশক্তির প্রয়োগ করা হয়, কালো টাকা বিতরণ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়।"
বিএনপিবিহীন এ নির্বাচনে সমাঝোতা আর জোটের হিসাব নিকাশের মধ্যে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াই হবে প্রায় দেড়শ আসনে। এর মধ্যে শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যারা আওয়ামী লীগের নানা পর্যায়ের দলীয় পদধারী।
নিজেদের শক্তি আর জনপ্রিয়তা দেখাতে গিয়ে এরই মধ্যে গোটা পঁচিশেক আসনে প্রতিপক্ষের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচারে বাধা দেওয়া, মারধর, হামলা, সংঘর্ষ, সহিংসতার তথ্য এসেছে সংবাদমাধ্যমে; অন্তত দুজনের মৃত্যুও হয়েছে।
উত্তাপ-উত্তেজনা ছাড়া নির্বাচন হয়ে যাবে, সে সম্ভবনা দেখছেন না প্রধান নির্বাচন কমিশনার৷ তার পর্যবেক্ষণ, দেশে নির্বাচন ‘শান্তিপূর্ণ হয় না’৷ তবে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে নজর দিচ্ছেন তিনি৷
সিইসি বলেন, "শুধু সুষ্ঠু হলে চলবে না৷ নির্বাচন যে সুষ্ঠু হয়েছে, তা বিশ্বাসযোগ্য হতে হবে৷ ইনকারেক্ট পারসেপশন হতে দেওয়া যাবে না৷ আমাদের দায় জনগণ ও আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি৷ আন্তর্জাতিক গোষ্ঠীকে খাটো করে দেখা যাবে না, বাংলাদেশ আন্তর্জাতিক কমিউনিটির অংশ৷"
ভোট বর্জন করে বিএনপি ও সমমনা দলগুলো অসহযোগ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "তারা শান্তিপূর্ণভাবে জনমত তৈরি করতে পারে, কিন্তু সহিংসভাবে বিরুদ্ধাচারণ করলে, জনগণকে ভোট দিতে বাধা দিলে সঙ্কট তৈরি হবে৷ সে সঙ্কট আমাদের মোকাবেলা করতে হবে৷"
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলেও ভোট পেছানোর এখতিয়ার যে কমিশনের নেই, সে কথা আবারও মনে করিয়ে দিয়েছেন হাবিবুল আউয়াল।
তিনি বলেন, "নির্বাচন পেছালে সংসদ গঠনে দেরি হয়ে যাবে৷ তাদের দ্বারা সংসদ গঠনের সুযোগ করে দিতে হবে আমাদের৷"
নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে ৬৫৩ জন জুডিসিয়াল মেজিস্ট্রেটকে সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রশিক্ষণটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।