উত্তরায় ককটেল বিস্ফোরণ, ‘হাতেনাতে’ ধরা ছাত্রদল নেতা

আটক কাজী মোহাম্মদ হাসান গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2023, 09:38 AM
Updated : 5 Nov 2023, 09:38 AM

বিএনপি ও জামায়াতে ইসলামীর অবরোধের মধ্যে ঢাকার উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার সকালের ওই ঘটনায় একজনকে ‘হাতেনাতে’ আটকের কথা জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাউদ্দিন।

আটক কাজী মোহাম্মদ হাসান গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আরেকটি ককটেল অবিস্ফোরিত ছিল। পরে বম ডিসপোজাল দল সেটি নিষ্ক্রিয় করে।”

ককটেল নিক্ষেপের ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে তিনি বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। ঘটনার আগে তারা একত্রিত হয়ে পরামর্শ করছিল। ঘটনার পরই হাসানকে ‘হাতেনাতে’ ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সরকার পতনের ‘একদফা’ আন্দোলনে থাকা বিএনপি ও জামায়াতে ইসলামী দ্বিতীয় দফায় রোববার ভোর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে। জাতীয় নির্বাচনের আগ দিয়ে হরতাল ও অবরোধের কর্মসূচি ঘিরে সারাদেশে বাসে আগুন ও ভাঙচুরের খবর আসছে। রাজপথে উত্তেজনা আর সহিংসতার মধ্যে বিএনপির শীর্ষ নেতারাসহ অনেক নেতাকর্মী গ্রেপ্তারও হয়েছেন।