“আপিল বিভাগের অন্য বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত আমরা শিক্ষা চত্বরে অবস্থান করব,” বলেন আন্দোলনকারীদের একজন সমন্বয়ক।
Published : 10 Aug 2024, 03:27 PM
আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরে পাশের শিক্ষা ভবনের চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, “আমরা দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরা হাই কোর্ট ছেড়ে দিচ্ছি। তবে আপিল বিভাগের অন্য বিচারপতিরা পদত্যাগ না করা পর্যন্ত আমরা শিক্ষা চত্বরে অবস্থান করব।”
শনিবার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরে গিয়ে শিক্ষা চত্বরে অবস্থান নেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। প্রায় তিন ঘণ্টা এনেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখানোর পর তারা সেখান থেকে সরে যান।
শিক্ষার্থীরা এনেক্স ভবনের সামনে অবস্থান নিয়ে 'এক দুই তিন চার, বিচারপতি গদি ছাড়', 'হাসিনার দালালেরা হুঁশিয়ারি সাবধান', 'অ্যাকশন অ্যাকশন বিচারপতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, বিচারপতির ভবন ঘেরাও হবে,' ইত্যাদি স্লোগান দেন।