শুক্রবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘যানবাহনের চাপ বাড়লে’ সংশ্লিষ্ট এলাকায় মাঝে মাঝে ডাইভারসন দেওয়া হবে।
Published : 20 Mar 2025, 11:00 PM
যানজট এড়িয়ে রোজার ঈদের কেনাকাটার পথ সুগম করতে রাজধানীর বিভিন্ন বিপণীবিতানের আশপাশের সড়কে চলাচলে বিকল্প ব্যবস্থা শুরু করতে যাচ্ছে পুলিশ।
এর অংশ হিসেবে শুক্রবার থেকে বিভিন্ন সড়কে গাড়ি ঘুরিয়ে অন্য পথে (ডাইভারসন) দেওয়ার তথ্য গণবিজ্ঞপ্তি দিয়ে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ডাইভারশনের পুরোটাই সেসময়ের পরিস্থিতির উপর নির্ভর করছে।
“আমরা শুক্রবার থেকে ডাইভারসন শুরু করছি। তবে যেসব জায়গায় ডাইভারসন করা হবে তা পুরোটাই সে সময়ের পরিস্থিতি বলে দেবে।”
ঈদের সময় এ ধরনের উদ্যোগ আগে কখনই নেওয়া হয়নি বলে দাবি তার।
উদাহরণ দিয়ে তিনি বলেন, পান্থপথে বসুন্ধরা সিটির সামনের রাস্তা ব্লক হয়ে গেলে ওই মুখী সব গাড়িকে আশপাশের সড়কে পাঠিয়ে দেওয়া হবে। আবার যদি ওই রাস্তা আধাঘণ্টার মধ্যে চলাচলের উপযোগী হয় তা হলে ডাইভারসন থাকবে না। এটা পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করছে।
একইভাবে নিউমার্কেটমুখী সড়কের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে তুলে ধরেন তিনি।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের কেনাকাটার জন্য জনসাধারণ এবং বিপণীবিতান এলাকায় চলাচলকারী যানবাহনের সুবিধার্থে ২১ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘যানবাহনের চাপ বাড়লে’ সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে মাঝে মাঝে ডাইভারসন দেওয়া হবে।
যেসব এলাকায় ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি
সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ হয়ে পান্থপথ এলাকা/নিউ মার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারসন দেওয়া হবে।
পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারসন দেওয়া হবে।
মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউ মার্কেটগামী যানবাহনগুলোকে (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারসন দেওয়া হবে।
নিউ মার্কেট ক্রসিংয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে (সিটি বাস ব্যতীত) নিউ মার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউ মার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারসন দেওয়া হবে।
ডাইভারসনের পাশাপাশি কেনাকাটা ব্যতীত অন্যান্য যানবাহন আগামী ২১ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট সংলগ্ন রাস্তায় যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে গণ বিজ্ঞপ্তিতে।
রিকশার জন্য থাকছে আলাদা লেন
নিউ মার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশার জন্য আলাদা লেন তৈরি করা হয়েছে এরইমধ্যে। এই লেন দিয়ে কমপক্ষে তিনটি রিকশা পাশাপাশি চলতে পারবে বলে পুলিশ জানিয়েছে।
ঈদে সাধারণ মানুষের কথা চিন্তা করে এ উদ্যাগ নেওয়া হয়েছে তুলে ধরে পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী সবার সহযোগিতা চেয়েছেন গণ বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
ঈদে কেনাকাটা: নিউ মার্কেট ও পান্থপথের সামনে গাড়ি চলবে যেভাবে