Published : 04 May 2025, 04:30 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় পরিবহন খাতে প্রভাব বিস্তার করা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এবং তার স্ত্রী-সন্তানদের নামে থাকা বিভিন্ন কোম্পানির ১৯০টি গাড়ি জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের শুনানি নিয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চাশমে জাহান নিশির নামে থাকা কোম্পানি বা প্রতিষ্ঠানের যানবাহনগুলো জব্দ করার আবেদন করেন দুদকের উপ পরিচালক মো. সাইদুজ্জামান খন্দকার।
আবেদনে বলা হয়, এনায়েত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় অর্জনের অভিযোগের অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করেছে দুদক। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেজিস্ট্রেশনযুক্ত যানবাহনগুলো জব্দ করা প্রয়োজন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই আদালত স্ত্রী, ছেলে-মেয়েসহ এনায়েত উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর এনা পরিবহনের মালিক খন্দাকার এনায়েত উল্লাহ দেশ ছেড়ে গেছেন। মালিক সমিতির নেতা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন এনায়েত উল্লাহ।