"এটি ভারতের দিকে চলে যাবে। এর কোনো প্রভাব বাংলাদেশে পরবে না," বলেন আবহাওয়াবিদ হাফিজুর।
Published : 12 Nov 2024, 12:33 AM
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে।
"এটি ভারতের দিকে চলে যাবে। এর কোনো প্রভাব বাংলাদেশে পরবে না।"
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।
অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘দানা’।
তবে প্রবল ঘূর্ণিঝড় দানার ধাক্কা বাংলাদেশে না লাগলেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর সেটি বেশি ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
সোমবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাসও এসেছে এ বুলেটিনে ।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
নভেম্বরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে