বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গত ১৯ জুলাই আগারওয়ালার নেতৃত্বে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়, রিমান্ড আবেদনে বলে আইনজীবী।
Published : 04 Sep 2024, 06:24 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলায় গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মামলা তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার মহানগর হাকিম মো. মেহেদী হাসান তার তিন দিন রিমান্ডের আদেশ দেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্তও চলছে। গ্রেপ্তারের পরদিন আদালতে হাজির করে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার এসআই মো. সাদেক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হয় ১৬ বছরের কিশোর হৃদয়।
প্রসিকিউশনের আদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড আবেদন পাঠ করে বলেন, আগারওয়ালা এ মামলার ২০ নম্বর আসামি। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
বাদীর নিয়োগ করা আইনজীবী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বলেন, “এটি লোকমুখে শুনে করা কোনো মামলা নয়। বাদী শাহাদাত হোসেন নিজেও এক ভুক্তভোগী। সেদিন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলি শুরু হলে শাহাদাত নিরাপদ আশ্রয়ে যান। কিন্তু নিহত হৃদয় নিরাপদ স্থানে যেতে পারেনি। সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ভয়াবহ এক দৃশ্য।”
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালা আটক
দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তুষার বলেন, “সেদিন (১৯ জুলাই) ব্র্যাক ইউনিভার্সিটির সামনে তার নেতৃত্বে শটগান ও কাটা রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়। আগারওয়ালা একজন ধনাঢ্য ব্যক্তি। তার বিভিন্ন দেশি-বিদেশি কানেকশন আছে। তার এসব কানেকশন সম্পর্কে জানার জন্য রিমান্ড প্রয়োজন।”
আদালতে রিমান্ড বাতিল চেয়ে শুনানিকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “রিমান্ড চাওয়ার বিষয়ে তদন্ত কর্মকর্তার প্রতি স্পষ্ট নির্দেশনা আছে যে, তিনি রিমান্ড আবেদনের সঙ্গে প্রত্যেক দিনের সিডি (কেইস ডকেট) উপস্থাপন করবেন। আমি বিনীতভাবে উপস্থাপন করছি, তিনি এই সিডি আদালতে উপস্থাপন করেছেন কিনা তা যাচাই করা হোক। আমি ঘটনার বিষয়ে কথা বলব না, আমি শুধুমাত্র আইনগত বিষয়ে কথা বলব।”
‘ব্লাস্ট বনাম বাংলাদেশ’ মামলার রেফারেন্স দিয়ে তিনি বলেন, “আমার মক্কেল অসুস্থ। আমি তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করছি।”
উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক আগারওয়ালার তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।