উত্তরায় হ্যান্ড স্যানিটাইজার গুদামে বিস্ফোরণে দগ্ধ ৭

আহতদের বেশির ভাগেরই অবস্থা ‘খারাপ’ বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 12:15 PM
Updated : 6 August 2022, 12:15 PM

রাজধানীর তুরাগে একটি হ্যান্ড স্যানিটাইজারের গুদামে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে।

শনিবার দুপুরে রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গাজী মাজহারুল ইসলাম (৪৮), মিজান (৩৫), নূর হোসেন (৬০), আলম মিয়া (২০), মাছুম (৩৫), আল-আমিন (৩০) ও শাহীন (২৫)।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান বলেন, রাজাবাড়ীর একটি রিকশার গ্যারেজ লাগোয়া গুদামে হ্যান্ড স্যানিটাইজার ছিল।

“কৌটা খুলতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিকশার গ্যারেজের লোকজনও আছে।“

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, “তাদের বেশির ভাগেরই অবস্থা খারাপ।”

তবে কে কত শতাংশ দগ্ধ হয়েছেন তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।