আগামী ১১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।
Published : 07 Feb 2024, 10:25 PM
সৌদি আরব সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো' পরিদর্শন করেছেন।
রিয়াদে চলমান এ আয়োজন তিনি মঙ্গলবার পরিদর্শন করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আসাদুজ্জামান কামাল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমও পরিদর্শন করেছেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন।
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সৌদিতে আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
সৌদি সরকারের আমন্ত্রণে গত ৪ ফেব্রুয়ারি দেশটিতে যান আসাদুজ্জামান কামাল। আগামী ১১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।