প্রধান বিচারপতিকে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে তার দেশ সর্বাত্মক সহযোগিতা দিতে ‘প্রস্তুত’।
Published : 30 Dec 2024, 04:34 PM
বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে চীন সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চীনা রাষ্ট্রদূত তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের বিষয়ে প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত।
আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির ‘বলিষ্ঠ নেতৃত্ব’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
“এছাড়া বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে চীন সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি প্রধান বিচারপতিকে অবহিত করেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াও ওয়েন দুই দেশের বিচারব্যবস্থায় পারস্পরিক মিথস্ক্রিয়া সৃষ্টিতে উভয় দেশের বিচারকদের সমন্বয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন এবং প্রধান বিচারপতিকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানান।
জুলাই ও অগাস্ট মাসে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় চীন বাংলাদেশকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে বলেও তিনি প্রধান বিচারপতিকে অবহিত করেন।
এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে যে আকস্মিক বন্যা হয়েছে, তা মোকাবেলায় চীন বাংলাদেশকে সহায়তা দিয়েছে এবং দুদেশের পারস্পরিক সুসম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চীনা দূত আশা প্রকাশ করেন।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চীনের রাষ্ট্রদূতকে ‘বিপ্লবোত্তর বাংলাদেশে’ আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।