বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহতরা তার ওপর হামলা চালায় বলে খবরে এসেছে।
Published : 30 Nov 2024, 08:16 PM
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর হেনস্তার শিকার হয়েছেন।
শনিবার সকালে কারাগারে আটক এই অভিনেতা-রাজনীতিবিদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে ফিজিওথেরাপি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলে তার ওপর হামলার ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে ছিলেন আরেক সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহতরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা নূরকে কিল ঘুষি দেয় বলে খবর মিলেছে।
নীলফামারী থেকে পাঁচবারের নির্বাচিত আওয়ামী লীগের এই সংসদ সদস্য বেশ কিছুদিন থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন। তাকে সেখানকার প্রিজন সেল থেকে থেরাপির জন্য অন্য বিভাগে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আসাদুজ্জামান নূর ও তানভীর ইমাম ফিজিওথেরাপি নিতে আসেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরাও সেখানে ছিলেন। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
“আমার ধারণা সেখানে একটা ইমোশনাল আউটবার্স্ট হয়েছে। যেহেতু পুলিশ এবং জেল পুলিশ ছিল সেহেতু উনারা উনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিশ্চয়ই নিয়েছেন।”
পরবর্তীতে যেন এ ধরনের পরিস্থিতি না হয় সেজন্য ব্যবস্থা নিচ্ছেন তারা।
পরিচালক বলেন, “এখন আমরা যেটা করছি, পরবর্তীতে যেন কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি না হয় যে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমাদের কর্তৃপক্ষ আমাদের নির্দেশনা দিয়েছেন। আইজি প্রিজনের সঙ্গেও আমার কথা হয়েছে।”
এ বিষয়ে কারা উপ মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা সাড়া দেননি।
গত ৫ অগাস্ট তীব্র ছাত্র-গণ আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।
এ অভিযানের অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোডের বাসা থেকে নূরকে গ্রেপ্তার করে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই থেকে তিনি কারান্তরীণ আছেন। পরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে পাঠানো হয়। এখন হাসপাতালের প্রিজন সেলে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।