এ সময়ে রাজধানীতে ৪৪ লাখ সিম ব্যবহারকারী প্রবেশ করেছেন।
Published : 05 Apr 2025, 09:34 PM
ঈদের টানা ছুটিতে রাজধানীর এক কোটি ৭ লাখ মোবাইল ফোন সিম ব্যবহারকারীর ঢাকার বাইরে যাওয়ার তথ্য দিয়েছে দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
মোবাইল ফোন ব্যবহারকারী রাজধানীবাসীর চলাচলের ভিত্তিতে ঈদের আগে ও পরে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে বিটিআরসির এ তথ্য তুলে ধরেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, সাত দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিম ব্যবহারকারী রাজধানীর বাইরে গেছেন। আবার ৪৪ লাখ সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি সিমধারী রাজধানী ছেড়েছেন ঈদের আগের দিন অর্থাৎ ৩০ মার্চ। ওইদিন ২৩ লাখ ৯৪ হাজার সিম ব্যাবহারকারী ঢাকা ছাড়েন। তার আগের দিন ২৯ মার্চ ছাড়েন ২১ লাখ ৯৫ হাজার সিম ব্যবহারকারী এবং ঈদের দিনও (৩১ মার্চ) বাইরে গেছেন ১২ লাখ ৫৬ হাজার সিমধারী।
এসময়ে সবচেয়ে বেশি মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন ৪ এপ্রিল। এদিন ঢুকেছেন ১৫ লাখ ৩৯ হাজার সিম ব্যবহারকারী এবং তার আগের দিন (৩ এপ্রিল) এ সংখ্যা ছিল ৯ লাখ ৯৮ হাজার।
তবে একাধিক সিম ব্যবহারকারী থাকায় রাজধানীর বাইরে যাওয়া ও আসা ব্যক্তিদের প্রকৃত হিসাব পাওয়া কঠিন।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরে রাজধানীতে ফেরার সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে শনিবারে।
টিকেট কাটার তথ্যেরভিত্তিতে তারা বলেন, রবি ও সোমবারও এই ভিড় অব্যাহত থাকবে।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।
৩১ মার্চ ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে।
ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে অফিস খুলবে আগামী ৬ এপ্রিল।
আরও খবর-