সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published : 21 Apr 2025, 06:27 PM
সুন্দরবনের ১০ কিলোমিটার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় দ্রুত প্রজ্ঞাপন জারি করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মধ্যে দিয়ে সুন্দরবন ইসিএ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পরিবেশগত ছাড়পত্র দেওয়া ও নবায়ন সংক্রান্ত জাতীয় পরিবেশ কমিটির ২০১৭ সালের সিদ্ধান্ত এবং ২০২১ সালের নির্বাহী কমিটির সিদ্ধান্ত পরিবর্তন করা হল।
নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে সুন্দরবনের ১০ কিলোমিটার ইসিএ এলাকায় তৈরি শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিবেশগত প্রভাব নির্ণয় করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
আদালতের আদেশ থাকার কারণে প্রভাব নিরূপনের পর বর্তমানে থাকা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া সভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধনের পর সরকারি-বেসরকারি সংস্থা ও এনজিওগুলো যৌথভাবে প্রকল্প প্রস্তাব দিতে পারবে।
এছাড়া শব্দদূষণ রোধে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে সব মন্ত্রণালয় থেকে মতামত নেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।