অন্তত ৫০০ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ চোর চক্রকে চিহ্নিত করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।
Published : 19 Feb 2024, 07:55 PM
কিস্তিতে একটি পিকআপ কিনে রাতভর চুরি করে, এমন একটি চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ রোববার রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন-মো. শামীম (২৭), মো. দিপু (৫০), মো. মনির হোসেন (৫০) ও মো. সোহাগ (৩৬)।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সোমবার বিকালে সাংবাদিকদের বলেন, অন্তত ৫০০ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ চোর চক্রকে চিহ্নিত করা হয়।
তিনি বলেন, এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকেন। তারা রাতের আঁধারে চুরি করে আবার নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করতেন। এমনকি চুরি করে নেওয়া মালামাল রাখার জন্য সেখানে তারা গুদামও ভাড়া করেছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, চুরি করার জন্য কিস্তিতে পিকআপ কিনেছিলেন চক্রের সদস্য শামীম। চুরির টাকার একটি অংশ দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করতেন তিনি। তাদের চুরি করা পণ্য কেনার জন্য আলাদা আলাদা ক্রেতা ছিল।
নিয়মিত এ চক্রের সদস্য বদল হত জানিয়ে তিনি বলেন, চক্রটি অন্তত ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের রিমান্ডে এনে আরও কোথায় কোথায় চুরি করেছে সে তথ্য বের করা হবে। তাদের কাছ থেকে চোরাই মালামাল কারা কিনেছে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।
হাজারীবাগে একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করার তথ্য দেন তিনি।