এ বিষয়ে উন্নয়ন সহযোগী সংস্থাটির সঙ্গে এমওইউ সই করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Published : 20 May 2024, 09:59 PM
প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা এবং কারিগরি জ্ঞানের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার এ বিষয়ে উন্নয়ন সহযোগী সংস্থাটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আওতায় এডিবির কারিগরি সহায়তায় প্রশিক্ষণ পাবেন কর্মকর্তারা, যা তাদের বিশ্বমানের দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসনের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ জিয়াউল হক, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মীর আব্দুল আউয়াল আল মেহেদী স্মারকে সই করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিনটিং এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত সচিব মাসুদুল হাসান, এডিবি-বিআরএম এর ন্যাশনাল ট্রেনিং কো-অর্ডিনেটর রাকিব হাসান ও বিআরএম-সিডিআরসি এর টিম লিডার এস এম এবাদুর রহমান উপস্থিত ছিলেন।