রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির আভাস।
Published : 20 Mar 2025, 02:57 PM
চৈত্রের শুরু থেকে দেশজুড়ে চলা গরমের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় ঝরেছে হালকা বৃষ্টি; তাতে জনজীবনে এসেছে কিছুটা স্বস্তি।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল, দুপুরের দিকে ঝরে হালকা বৃষ্টি।
এতে স্বস্তি প্রকাশ করেন মিরপুরের পল্লবীর রিকশা চালক হাফিজ মিয়া বলেন, “এতদিন তো ধরেন গরমে রিকশা টানতে পারতাম না। এক/দুই ট্রিপ দিয়ে ঝিম মেরে বসে থাকতাম। আজকে আর খারাপ লাগে নাই, রোজার বাকি দিনগুলা এমন গেলে ভালো হইত।"
কালশীর বাসিন্দা কামরুল হাসান বলেন, "এই কদিন বাইরে বের হলে অতিষ্ঠ লাগত। এখন আরাম লাগছেতে। আকাশ মেঘলা থাকায় বৃষ্টির পরও স্বস্তি অনুভব হচ্ছে। রোজার মধ্যে এমন চাচ্ছিলাম।"
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার পর্যন্ত ঢাকাসহ সারাদেশেই বিক্ষিপ্তভাবে এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখনও গরম কমে আসবে।”
এ সময়ে দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই বলেও জানান তিনি।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে বুধবার মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেদিন দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।