এর ফলে ভোটে ‘স্বচ্ছতা বাড়াবে’ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
Published : 18 Dec 2023, 03:39 PM
দ্বাদশ সংসদ নির্বাচনে মহানগর, জেলা ও উপজেলা সদরসহ অধিকাংশ এলাকায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তবে দুর্গম পার্বত্য এলাকা, হাওর, চরাঞ্চলসহ জেলা-উপজেলা-মহানগর থেকে বেশি দূরের যেসব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব না, সেসব কেন্দ্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এর ফলে ভোটে ‘স্বচ্ছতা বাড়াবে’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “এটা অনেকের দাবি ছিল। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাওয়ায় স্বচ্ছতা বাড়াবে।”
প্রার্থিতা প্রত্যাহারের পর দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৬ জনে। এরমধ্যে ২৮টি দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। সোমবার সব আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন।
প্রার্থী চূড়ান্ত হওয়ায় এখন আসনভিত্তিক ভোটার সংখ্যা অনুযায়ী প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়া শুরু করবে কমিশন। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনে একটানা ভোট চলবে স্বচ্ছ ব্যালট বাক্স ও প্রচলিত ব্যালট পেপারে।
ভোট সামনে রেখে নির্বাচনি মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় আগের দিন। নির্বাচনি এলাকায় থাকে ব্যাপক নিরাপত্তা। কেন্দ্রভিত্তিক থাকেন আইন-শৃঙ্খলা বাহিনীর ১৬-১৮ জন করে সদস্য। আর ব্যালট পেপার জেলা থেকে রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী ভোটের দিন সকালে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে কেন্দ্রে পাঠানো হয়।
জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার বলেন, “যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, দূরত্ব বিবেচনায় নিয়ে প্রত্যন্ত, দুর্গম এলাকা ছাড়া ভোটকেন্দ্রে সকালেই ব্যালট পেপার পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আর দুর্গম এলাকায় স্থানীয় রিটার্নিং অফিসার, পুলিশ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী সুবিধাজনক সময়ে পাঠানো হবে।”
ভোটের তিন-চার দিন আগেই দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে গত ১৬ নভেম্বর জানান নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।
সেদিন তিনি বলেন, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করবেন তারা। ব্যালট পেপার জেলা পর্যায়ে চলে যাবে নির্বাচনের তিন-চারদিন আগে। ভোটকেন্দ্রে কখন পাঠানো হবে সে বিষয়টি কমিশন পরিপত্র জারি করে জানিয়ে দেবে।
ইতোমধ্যে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্র রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, “ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে নিরাপত্তার সাথে ভোটকেন্দ্রে পৌঁছানোর জন্য যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের মাধ্যমে রিটার্নিং অফিসারকে পরিকল্পনা গ্রহণ করে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।”
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ভোটের অন্যান্য সামগ্রীর সঙ্গে ব্যালট পেপারও ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছিল। এরপর ভোটের আগের রাতেই আওয়ামী লীগ প্রার্থীর কর্মসমর্থকরা ব্যালটে সিল মেরে বাক্সে ভরেন বলে অভিযোগে করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। ওই নির্বাচনকে তারা বলে ‘নিশিরাতের ভোট’, আর বর্তমান আওয়ামী লীগ সরকারকে তারা বলে ‘নিশিরাতের সরকার’
সোমবার নির্বাচন ভবনে জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যালট পেপার নিয়ে কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের ‘ফেয়ারনেস’ নিয়ে কোনো সংশয় থাকল সকালে ব্যালট যাওয়ার ফলে তা ‘কিছুটা হ্রাস পাবে’ বলে তিনি মনে করেন।
আর প্রত্যন্ত এলাকার বিষয়ে সিইসি বলেন, "এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছে অনুমোদন গ্রহণ করবেন, যেগুলো সম্ভব হবে না, অর্থাৎ রিমোট এলাকায়। আমরা বিচার বিবেচনা করেই তাদের প্রস্তাব অনুমোদন করে দেব। তাছাড়া যতদূর সম্ভব ব্যালট পেপারগুলো ভোটের দিন সকালে যাবে।"
পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, “ব্যালট বক্সগুলো দুই থেকে চারদিন আগেই যাবে। ব্যালট বক্স স্বচ্ছ কিনা (ভোটের সকালে) দেখে নিতে হবে। পোলিং এজেন্ট থাকতেই হবে। দেখে নিয়ে পোলিং এজেন্টেদের স্বাক্ষর করতে হবে। ব্যালট পেপার খালি ছিল ও সকালে ব্যালট গেছে এটা সবাইকে দেখে নিতে হবে।”
পুরেনো খবর
দ্বাদশ সংসদ নির্বাচন: ব্যালট পেপার সকালে পাঠানোর চিন্তা ইসির
প্রতীক বরাদ্দের পর ব্যালট ছাপা, জেলায় যাবে ৩-৪ দিন আগে
দ্বাদশ সংসদ নির্বাচন: ব্যালট পেপার সকালে পাঠানোর চিন্তা ইসির